নিউটাউনে টোটোচালকের রহস্যমৃত্যু! প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করল পুলিশ

খাস কলকাতায় টোটোচালকের রহস্যমৃত্যু। নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। পাশেই মিলেছে টোটো। খুন নাকি দুর্ঘটনা? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। নেপথ্যে উঠে আসছে পরকীয়ার তত্ত্ব। ইতিমধ্যেই মৃতের প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। জানা গিয়েছে, মৃতের নাম সুশান্ত ঘোষ। রাজারহাট রেকজোয়ানির মাজেরহাইট এলাকার বাসিন্দা ওই যুবক। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীররাতে নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন জায়গায় একটি টোটো দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি পুলিশ গিয়ে যুবককে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই জানা যায়, ওই ব্যক্তির নাম সুশান্ত ঘোষ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, শনিবা এক যুবক তাঁদের বাড়িতে যায় ফোন নম্বর নিতে। জানায়, রবিবার রাতে তাঁর টোটোটি ভাড়া লাগবে। নিউটাউন রামমন্দির থেকে ইকোপার্ক যাবে বলেও জানায়।

error: Content is protected !!