
পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, আহত ২০
পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট বাস। আহত একাধিক, আশঙ্কাজনক দু’জন। বুধবার ভোর রাত তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্যুরিস্ট বাসটি। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাঁধগোড়া এলাকায় একটি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারেন বাসের চালক। সূত্রের খবর, পুরী থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ফিরছিল পর্যটক বোঝাই ওই বাস। বুধবার ভোর রাত তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্যুরিস্ট বাসটি। দুর্ঘটনার সময় বেশির ভাগ পর্যটকই ঘুমিয়েছিলেন। ট্রাকের পিছনে তাঁদের বাস ধাক্কা মারলে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। বাসের বেশিভাগ যাত্রীই আহত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, শিশু ও মহিলা-সহ বাসে ছিলেন মোট ৭৬ জন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ। ২০ জন আহত যাত্রীকে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মকরামপুর গ্রামীণ হাসপাতাল এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ন’জনের অবস্থা গুরুতর হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আপাতত স্থিতিশীল।