দিঘা যাওয়ার পথে উলটে গেল স্করপিও
বড়দিনের মরশুমে রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় লেগেই থাকে। দিঘা বড়দিনে বাঙালিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। শনিবার দিঘা যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি স্করপিও গাড়ি। যাত্রী সমতে গাড়িটি জাতীয় সড়কে উলটে যায়। ওই গাড়িতে মোট নয়জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনা কমবেশি সকলেই জখম হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর বারোটা নাগাদ হাওড়া জেলায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলাগড় ফ্লাইওভারের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। কলকাতা থেকে বেশ কয়েকজন যাত্রী বড়দিনের ছুটিতে ওই স্করপিও করে দিঘা যাচ্ছিলেন।