ট্রেন দুর্ঘটনার জের! হাওড়াগামী একগুচ্ছ ট্রেনের সূচিতে বদল

ওড়িশার কটকের কাছে নেরগুণ্ডিতে বেলাইন হয়েছে বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। তার জেরে একগুচ্ছ ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়াগামী ২টি ট্রেন। সেগুলি হল ১২৮২২ পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস, ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস। এছাড়া যাত্রাপথ বদল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে ১২৮৭৫ পুরী-আনন্দ বিহার নীলাচল এক্সপ্রেস, ১২৫১৩ সেকেন্দ্রাবাদ-শিলচর এক্সপ্রেস এবং তিরুনেলভেলি-পুরুলিয়া এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্তদের ফিরিয়ে আনতে একটি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছিল। তবে শুধু ডাউন ট্রেনেরই যাত্রাপথ পরিবর্তিত হয়েছে।

নীচের ট্রেনগুলি বরং নারাজ এবং কালিপাস হয়ে যাবে।
• 12253 ব্যাঙ্গালোর-ভাগলপুর এক্সপ্রেস
• 12864 বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস
• 18118 গুণপুর-রৌরকেলা রাজ্যরানি এক্সপ্রেস
• 20816 বিশাখাপত্তনম-টাটা এক্সপ্রেস
• 18425 পুরী-দুর্গ এক্সপ্রেস
• 12838 পুরী-হাওড়া এক্সপ্রেস
• 18452 পুরী-হাতিয়া তপস্বিনী এক্সপ্রেস
• 18477 পুরী-ঋষিকেশ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস
• 12801 পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস
• 18410 পুরী-শালিমার এক্সপ্রেস
• 12888 পুরী-শালিমার এক্সপ্রেস
• 12819 ভুবনেশ্বর-আনন্দ বিহার ওড়িশা যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস
• 12822 পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস
• 12875 পুরী-আনন্দ বিহার নীলাচল এক্সপ্রেস
• 22606 তিরুনেলভেলি-পুরুলিয়া এক্সপ্রেস
• ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস
• ১২৫১৩ সেকেন্দ্রাবাদ-শিলচর এক্সপ্রেস
• ২২৮৯৬ পুরী-হাওড়া এক্সপ্রেস
• ১২৮৪০ চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল
• ১২৮৯২ পুরী-বাঙ্গিরিপোসি এক্সপ্রেস
• ১২৬৬৬ কন্যাকুমারী-হাওড়া এক্সপ্রেস

error: Content is protected !!