খড়্গপুরে আজ ও কাল ব্যাহত হবে ট্রেন চলাচল

দক্ষিণপূর্ব রেলের খড়্গপুর-হিজলি থার্ড লাইন সম্প্রসারণের জন্য ইলেক্ট্রিক্যাল ইন্টারলকিং ব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে আজ শনিবার ও আগামীকাল রবিবার খড়্গপুর স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হবে। কারণ এই কাজের জন্য খড়্গপুর স্টেশনে পাওয়ার ব্লক করা হবে। সেখানে নন ইন্টারলকিং ব্যবস্থা করা হবে। খড়্গপুরের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার বলেন, ২৬ জোড়া দূরপাল্লা, ৪ জোড়া মেমু ও ১৫ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই কাজের জন্য ওই দু’দিন অনেক ট্রেনকে খড়্গপুর স্টেশনের আগেই থামিয়ে দিতে হবে। তাই সব ট্রেন চালানো যাচ্ছে না। রেল সূত্রে জানা গিয়েছে, এর ফলে খড়্গপুর স্টেশনে কোনও ট্রেন ঢুকবে না। বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনকে অন্য রুটে চালানো হবে। কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এর মধ্যে যেমন দূরপাল্লার ট্রেন আছে, তেমন লোকাল ট্রেনও আছে। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার প্রি-নন ইন্টারলকিং ও রবিবার নন ইন্টারলকিং হবে। রবিবার ১৮ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। যে দূরপাল্লার ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে আছে রূপসী বাংলা, ভূবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, ফলকনামা, ধৌলি, যশবন্তপুর, দূরন্ত, স্টিল এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস।

error: Content is protected !!