হঠাৎ ঝড়ে মালদা ডিভিশনের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, আটকে ১০ দূরপাল্লার ট্রেন

হঠাৎ ঝড়ে রেল লাইনের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি ৷ এর জেরে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকঘণ্টার জন্য আটকে পড়ে ১০টি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা ডিভিশনের চামাগ্রাম ও খালতিপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় ৷ অবশ্য সোমবার ভোরে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার মেরামত করে দেন রেলের ইঞ্জিনিয়ররা ৷ সকাল থেকে ফের শুরু হয় ট্রেন চলাচল ৷ তবে এই ঘটনার জেরে এদিন রেল পরিষেবা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এদিন পূর্ব রেলের মালদা ডিভিশনের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গতকাল সন্ধের পর থেকে হঠাৎ ঝড় এবং বজ্রপাত শুরু হয় ৷ রাত ১১টা নাগাদ খালতিপুর ও চামাগ্রাম স্টেশনের মাঝামাঝি জায়গায় রেলের ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে যায় ৷ খবর পেয়েই রেলের ইঞ্জিনিয়র ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান ৷ সারা রাত ধরে কাজ চলে ৷ অবশেষে এদিন ভোর ৪টে ২৮ মিনিটে ওভারহেড তারে ফের বিদ্যুৎ সংযোগ করা হয় ৷ ভোর পাঁচটা নাগাদ ফের ট্রেন চলাচল শুরু হয় ৷

  • 15657 নম্বর ব্রহ্মপুত্র মেল চামাগ্রাম ও খালতিপুর স্টেশনের মাঝে
  • 13430 নম্বর আনন্দ বিহার-মালদা সুপার ফাস্ট এক্সপ্রেস চামাগ্রাম স্টেশনে
  • 07046 নম্বর চারলাপল্লি-নাহারলাগুন স্পেশাল নিউ ফরাক্কা স্টেশনে
  • 12513 নম্বর সেকেন্দ্রাবাদ-শিলচর সুপার ফাস্ট এক্সপ্রেস তিলডাঙা স্টেশনে
  • 15959 নম্বর হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস নিউ ফরাক্কা স্টেশনে

এছাড়াও 13145 নম্বর কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, 13147 নম্বর শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, 13163 নম্বর শিয়ালদা-সহর্ষ হাটে বাজারে এক্সপ্রেস, 12501 নম্বর কলকাতা-আ

error: Content is protected !!