
দুর্গাপুজোর আগেই ২০০টি সিএনজি বাস কিনছে রাজ্য পরিবহণ দফতর
এ বার নতুন বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। সম্প্রতি এ বিষয়ে পরিবহণ দফতরকে আর্থিক অনুমোদন দিয়েছে অর্থ দফতর। দফতর সূত্রে খবর, বড় এবং মাঝারি মাপের তিন ধরনের বাতানুকূল বাস কিনবে তারা। প্রশাসনিক ভাবে এই তিন ধরনের বাসের নাম দেওয়া হয়েছে মিডি, সেমি এবং ডিলাক্স বাস। টেন্ডার প্রক্রিয়া করে নতুন এই বাস রাস্তায় নামাতে চায় পরিবহণ দফতর। দুর্গাপুজোর আগেই এই সিএনজি বাস রাস্তায় নামিয়ে যাত্রী পরিষেবা শুরু করার পক্ষপাতী দফতর। নতুন এই ২০০টি বাস ক্রয় করার জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর। ১২ মিটারের সেমি ডিলাক্স বাস কেনা হবে ১২০টি, যার প্রতিটির দাম ৬৫ লাখ টাকা। একই মাপের ডিলাক্স বাস কেনা হবে ৫০টি, যার প্রতিটির দাম ৭০ লক্ষ ৪০ হাজার টাকা। ৯ মিটারের লম্বা মিডি বাস কেনা হবে ৩০টি, যার প্রতিটির মূল্য ৪২ লক্ষ টাকা। গত বছর নতুন বাস কিনতে চেয়ে অর্থ দফতরের কাছে আবেদন জানিয়েছিল পরিবহণ দফতর। একটু দেরিতে হলেও এ বিষয়ে অর্থ দফতরের সম্মতি মেলায় স্বস্তির নিঃশ্বাস পরিবহণ ভবনে। সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে সরকারি পরিবহণ ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়েছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।