
সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে পুরুলিয়ায় ফের রেল অবরোধ
পুরুলিয়ায় ফের রেল অবরোধ। সকাল থেকে থমকে রয়েছে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলনে নেমেছে আদিবাসী সেঙ্গেল অভিযান। কিন্তু দাবি-দাওয়া এখনও পূরণ হয়নি। এমন অবস্থায় সারনা ধর্মের জন্য পৃথক কোড চালুর দাবিতে শনিবার সকাল থেকে ফের রেল অবরোধ শুরু করেছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে আদিবাসী সেঙ্গেল অভিযান রেল অবরোধ শুরু করেছে।অবরোধের জেরে ব্যাহত হয়েছে দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া চান্ডিল শাখায় ট্রেন চলাচল। থমকে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসও। রাঁচি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস আটকে রয়েছে পুরুলিয়া স্টেশনে। শনিবার সকাল থেকে অবরোধের জেরে ভোগান্তির মধ্যে পড়েছেন রেলযাত্রীরাও। পুলিশের তরফে ইতিমধ্যেই জট কাটানোর চেষ্টা শুরু করা হয়েছে। সকালে অবরোধ শুরু হতেই পুলিশের কর্তারা কথা বলেছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতাদের সঙ্গে। কিন্তু এখনও পর্যন্ত অবরোধ ওঠেনি।