ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর! স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ফের অশান্ত মণিপুর। ৩ সন্তানের মাকে ধর্ষণ করে স্বামীর সামনেই জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তাল উত্তর-পূর্বের রাজ্য। চলল গ্রাম জুড়ে লুটপাট। শেষ খবর পাওয়া পর্যন্ত মণিপুরের জিরিবাম জেলার জাইরন গ্রামে অন্তত ১৭টি বাড়ি দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার, ৭ নভেম্বর ৩১ বছরের এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এর পরই ওই মহিলাকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগও ওঠে। অভিযোগ, এর পর হামলাকারীরা গ্রামে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। আগুন লাগিয়ে দেয়। নিহত মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, নির্যাতিতাকে ধর্ষণে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশকারী। যদিও এখনও পর্যন্ত আততায়ীদের পরিচয় সামনে আসেনি। পুলিশের সন্দেহ, হামলাকারীরা স্থানীয় বাসিন্দাই। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামবাসীরা। মৃতার দেহের ময়নাতদন্তের জন্য অসমের শিলচরে হবে বলে জানা যাচ্ছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়েছিল মণিপুর। ঘটনার জেরে মৃত্যু হয় ২০০’র বেশি মানুষের। জ্বালিয়ে দেওয়া হয় বহু ঘরবাড়ি।