বেলেঘাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

শেষ দফার ভোটে উত্তেজনা উত্তর কলকাতা জুড়ে। বেলা বাড়তেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল বেলাঘাটা। রাস্তায় ফেলে এক ব্যক্তিকে এলোপাথারি মারধর করার ছবি উঠে এল। বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে মারধর করা হয়। ঝরল রক্তও। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপির বিরুদ্ধেও হামলার অভিযোগ। ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সমর্থকরা। ট্যাংরার সেকেন্ড লেন এলাকায় এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়াতে থাকে। ভোট চলাকালীনই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। দু’পক্ষের মধ্যে পাথর, বোতল ছোড়়াছুড়ি হয়। তাতেই আহত হয়েছেন বেশ কয়েকজন। একজনকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। চ্যালা কাঠ দিয়ে তাঁকে মারধর করা হয়। বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে চলে তাণ্ডব। এক যুবকের মুখ দিয়ে রক্ত ঝরে অনবরত। আহত হয়েছেন এক মহিলাও। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। পুরো ঘটনায় রোষ গিয়ে পড়ে পুলিশের ওপর। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। অনেক পরে জমায়েত হঠায় পুলিশ।

error: Content is protected !!