ত্রিপুরায় ঘর থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ, খুন করে পলাতক দ্বিতীয় স্বামী!

স্বামীর হাতে খুন স্ত্রী। খুনের পরেই পলাতক স্বামী। শুক্রবার গভীর রাতে পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই মোহনপুর থানার অন্তর্গত দেবাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত মহিলার নাম, স্বপ্না উড়িয়া (৪৪)। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার হয় ঘরের বিছানা থেকে। স্বামী কান্তি দেববর্মা বর্তমানে পলাতক। খুন হওয়া মহিলার মুখে এবং পায়ে ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ এবং সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি সহ পুলিশের বিশাল বাহিনী ছুটে গিয়েছে। খবর পেয়ে ছুটে আসেন ফরেন্সিক টিমের কর্মকর্তারাও। পুলিশের ধারণা, স্বপ্না উড়িয়ার দ্বিতীয় স্বামী কান্তি দেববর্মা এই খুনের সাথে সরাসরি জড়িত রয়েছে। বর্তমানে মহিলার স্বামী কান্তি দেববর্মা পলাতক। শনিবার সকালে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও স্বপ্না উড়িয়ার ঘর থেকে বের না হওয়ার ফলে আজ দুপুরে তাঁর ছেলে দিলীপ উড়িয়া (২২) ঘরের দরজা ধাক্কা দেন এবং দেখতে পান তাঁর মা ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কান্তি দেববর্মার খোঁজ শুরু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খুনের ঘটনায় মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ জানিয়েছেন, মৃত মহিলা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি খুনের মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

error: Content is protected !!