ট্যাংরায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ট্রাক

ট্যাংরার চায়না টাউনে ট্যাংরা নর্থ রোড থেকে সোমবার গভীর রাতে ফলস সিলিং, ফলস ফ্লোর সহ প্রচুর ইমারতি দ্রব্য বোঝাই শিলচর গামী বারো চাকা ট্রাক ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরার আগেই বিপত্তি। শেষ রাতে দুর্ঘটনা ঘটলেও এমন ভাবে এই অতি ভারী গাড়ি উল্টে গেছে, যে ঘিঞ্জি সরু চায়না টাউনের রাস্তায় রেকার এনে সেটি তোলার মতো স্থান শঙ্কুলান হচ্ছে না। ফলে এখনও বারো চাকার ট্রাক পড়ে আছে এখানেই। ঘটনার পর ট্রাক ফেলে পালান চালক। তবে বেরোতে পারেননি খালাসি। তাকে স্থানীয় বাসিন্দারা সকালে উইন্ড স্ক্রিন কাচ ভেঙে উদ্ধার করেন।

error: Content is protected !!