তামিলনাড়ুতে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা ট্রাকের, মৃত ৫, আহত ১৯

কাকভোরে তামিলনাড়ুর পুড্ডুককট্টাইতে পথ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। জখম ১৯। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিস সূত্রে খবর, দ্রুত গতিতে আসছিল একটি ট্রাক। সেটিই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার ধারে থাকা চায়ের দোকানে। যার ফলে ঘটেছে দুর্ঘটনাটি।  

error: Content is protected !!