২ এপ্রিল থেকে ভারতের উপর শুল্ক চাপানোর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বেই জানিয়ে দিয়েছিলেন, মার্কিন পন্য সামগ্রীর উপর যে সকল দেশ শুল্ক আরোপ করবে সেই সমস্ত দেশের পণ্যের উপরেও পাল্টা অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা। এবার সেই কথা কথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, আগামী এপ্রিল মাসের ২ তারিখ থেকে ভারত, চীন-সহ বহু দেশের উপরেই পারস্পরিক শুল্ক। আমেরিকায় একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, “অন্য দেশরা আমাদের উপরে শুল্ক চাপিয়ে আসছে দশকের পর দশক ধরে। এবার আমাদের পালা ওই দেশেগুলির বিরুদ্ধে এক‌ই পথে যাওয়ার। গড় হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, চিন, ভারত, ব্রাজিল ও আরও অসংখ্য দেশই আমাদের উপরে বিরাট শুল্ক চাপিয়ে দেয়, আমরা যতটা চাপাই তার তুলনায়। এটা অন্যায়। ভারত আমাদের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপায়। আমেরিকার ক্ষেত্রে বিষয়টা ঠিক নেই, কোনওদিন ছিলও না।” এরপর তিনি ঘোষণা করেন, “২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক নীতি চালু করব। যা আমাদের উপরে চাপিয়ে দেবে অন্য দেশগুলি আমরাও সেই শুল্ক ওদের থেকে নেব। ওরা যদি আর্থিক শুল্কের বদলে অন্য কোনও রকম বাধা তৈরি করে, আমরাও তাই করব। আমাদের বাজার থেকে দূরে রাখব ওদের।” সঙ্গে কটাক্ষ, করে বলেন, “আমি যদিও চেয়েছিলাম ১ এপ্রিল থেকেই এটা কার্যকর করা হোক। কিন্তু পরে মনে হল, কেউ এই অভিযোগ করতে পারে যে আমি এপ্রিল ফুলের দিন এটা করলাম।” গত মাসে দুদিনের মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগেই মার্কিন প্রেসিডেন্ট শুল্ক নিয়ে বড় ঘোষণা করে খোঁচা দিয়ে বলেছিলেন, “আমেরিকার মিত্ররা প্রায় সই শত্রুর চেয়েও খারাপ।”

error: Content is protected !!