সেবির নয়া চেয়ারম্যান হলেন তুহিনকান্ত পান্ডে

সেবি-র নয়া চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন তুহিনকান্ত পান্ডে ৷ কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার অর্থসচিব তুহিনকান্ত পান্ডেকে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির ১১তম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছে ৷ ওড়িশা-ক্যাডারের আইএএস অফিসার মাধবী বুচের জায়গায় দায়িত্ব নিচ্ছেন তিনি ৷ শুক্রবার তিন বছরের মেয়াদ শেষ করেন মাধবী ৷ তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা একটি সরকারি নির্দেশিকা অনুযায়ী, মন্ত্রিসভার নিয়োগ কমিটি SEBI চেয়ারম্যানের পদে তুহিনকান্ত পান্ডের নিয়োগ অনুমোদন করেছে ৷ বিজ্ঞপ্তি বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের দিন থেকে আগামী তিন বছরের জন্য সেবি’র চেয়ারম্যান পদেই থাকবেন তুহিনকান্ত। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) বাজার থেকে মোটা অঙ্কের টাকা প্রত্যাহারের পর বাজার এখন যথেষ্ট চাপের মুখে রয়েছে। ঠিক সে সময় তুহিনকান্ত পান্ডে সেবি-র প্রধান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন। বিনিয়োগকারীরা (এফপিআই) জানুয়ারি থেকে 1 লক্ষ কোটি টাকারও বেশি তুলে নিয়েছে।

error: Content is protected !!