চলতি অধিবেশনে দুই বিজেপি বিধায়ক সাসপেন্ড

বিধানসভায় রা‌জ্যপাল জগদীপ ধনকারকে ভাষণ দিতে না দেওয়ার ঘটনায় দু’জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হল। চলতি অধিবেশনে আজ, বুধবার বিধানসভায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়। এদিন আর্জি জানানোর পর ধ্বনি ভোটে সাসপেনশনের প্রস্তাব গৃহীত হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, অসংসদীয় কাজকর্মের জন্যই সাসপেন্ড করা হয়েছে বিজেপির দুই বিধায়ককে। রাজ্যপালের ভাষণে বারবার ব্যাঘাত ঘটানোর অভিযোগও তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপির অভিযোগ, মূলত দৃষ্টি ঘোরানোর জন্যই এটি করা হয়েছে। ভয় দেখানোর জন্যই এই পদক্ষেপ বলেও দাবি করেছেন তাঁরা। 

error: Content is protected !!