রাজারহাটের নারায়ণপুরে ফ্ল্যাটে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, আঘাত সন্তানের গলায়!

স্ত্রীকে খুন করে আত্মহত্যা, চিঠি পাওয়া গেল আত্মঘাতী যুবকের। ঘটনা রাজারহাটের নারায়ণপুর থানার কাছেই। শনিবার একটি বহুতল আবাসন থেকে উদ্ধার হয় দম্পতির দেহ ৷ ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় সন্তানকেও। আহত কিশোরী চিৎকার শুনেই আবাসনের অন্যান্য সদস্যরা ঘটনার কথা জানতে পারেন ৷ পুলিশে খবর দেন তাঁরাই ৷ আহত কিশোরীকে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবর , আত্মঘাতী ব্যক্তির নাম সাগর মুখোপাধ্যায় ৷ তিনি নিজে আত্মহত্যা করার আগে স্ত্রী রূপা ও তাঁর কন্যাকেও মেরে ফেলতে চেয়েছিলেন ৷ স্ত্রী মারা গেলেও মেয়েটি বেঁচে যায় ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও ৷ জানা গিয়েছে চিঠিতে উঠে এসেছে আর্থিক অনটনের কথা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা ৷ সুইসাইড নোট ছাড়াও দড়ি এবং খুনের জন্য় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেন তিনি ৷ আবাসনের অন্য়ান্য লোকজনের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে তিনি পরীক্ষা করেন সিসিটিভি ফুটেজও ৷ গৌরব শর্মা বলেন, প্রাথমিকভাবে আমরা যে প্রমাণ পেয়েছি তাতে আর্থিক অনটনের কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ ঘটনাস্থল থেকে এই সুইসাইড নোটও পাওয়া গিয়েছে ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ওনার মেয়ে জীবিত ৷ তাকেও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ৷ আগামীতে মেয়ের জবানবন্দি ও তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন তাঁরা এমনটাই জানান তিনি ৷ স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সাগর পেশায় ছিলেন ব্যবসায়ী ৷ তিনি ওষুধপত্রের ব্যবসা করতেন ৷ পুলিশ জানিয়েছে, বাজারে বেশ কিছু দেনা ছিল তাঁর ৷ এমনটাও জানানো হয়েছে সুইসাইড নোটে ৷ যদিও সবটাই প্রমাণ সাপেক্ষ ৷

error: Content is protected !!