
মালদায় আরও দুই জোড়া প্য়াসেঞ্জার ট্রেন, ঘোষণা রেলের
আগামী মঙ্গলবার থেকে দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের পরিষেবা পুনরায় চালু হচ্ছে মালদা ডিভিশনে। মালদা ডিভিশনের নিত্যযাত্রীরা দীর্ঘদিন ধরেই এই দুটি গুরুত্বপূর্ণ প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা চালু করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে রেল কর্তৃপক্ষ ট্রেন দুটি চালু করার কথা ঘোষণা করে দিল। ফলে স্বভাবতই খুশি মালদা জেলার নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
এক নজরে দেখে নেওয়া যাক ট্রেন দুটির সূচি –
🔴 ০৫৭০২ কাটিহার-মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি প্রতিদিন দুপুর ২ টো ৫০ মিনিটে কাটিহার থেকে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে পৌঁছাবে মালদহ টাউনে। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে পরিষেবা।
🔴 ০৫৭০১ মালদা টাউন-কাটিহার প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি প্রতিদিন সকাল ৭ টায় মালদা টাউন ছাড়বে। এবং কাটিহার পৌঁছাবে সকাল ১১ টা ১০ মিনিটে। আগামী বুধবার (২২ ডিসেম্বর) থেকে মালদা টাউন-কাটিহার প্যাসেঞ্জার স্পেশালের পরিষেবা শুরু হবে।
🔴 ০৫৭১৮ কাটিহার-মালদহ কোর্ট প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি আগামী মঙ্গলবার থেকে চলবে। ট্রেনটি সকাল ৮ টা ১০ মিনিটে কাটিহার থেকে ছাড়ে মালদা কোর্ট স্টেশনে পৌঁছাবে সকাল ১১ টা ৩০ মিনিটে।
🔴 ০৫৭০১ মালদা কোর্ট-কাটিহার প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি প্রতিদিন দুপুর ২ টোয় মালদা কোর্ট থেকে ছাড়বে। এবং সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে পৌঁছাবে কাটিহারে। মঙ্গলবার থেকে পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।