স্কুলে ফিরছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা, এসএসসি অফিসের সামনের অবস্থান তুলে নিলেও ধরনা চলবে শহিদ মিনারে

 চারদিন লাগাতার অবস্থানের পর অবশেষে এসএসসি অফিসের সামনে থেকে অবস্থান তুলে নিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা । তাঁরা স্কুলে ফিরবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে এসএসসি অফিসের সামনে থেকে অবস্থান তুলে নেওয়া হলেও শহিদ মিনারে যোগ্য শিক্ষকদের অবস্থান চলবে বলে জানানো হয়েছে । পাশাপাশি যে সমস্ত যোগ্য শিক্ষকের নাম তালিকায় প্রকাশ করা হয়নি, তাঁদের নাম আগামিকালের মধ্যে ওই তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা । নয়তো বিকাশ ভবন অভিযান করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন । শুক্রবার এসএসসি অফিসের সামনে দাঁড়িয়ে একথা বলেন যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের আহ্বায়ক মেহেবুব মণ্ডল । তিনি বলেন, “আংশিক ভাবে আমাদের দাবি পূরণ হয়েছে । যে তালিকা প্রকাশের কথা আমরা বলেছিলাম, সেই মতো ডিআই অফিসে তালিকা পাঠানো হয়েছিল ৷ তাতে আমরা বেশকিছু ভুল দেখেছি । যোগ্যদের অনেকেরই নাম বাদ রয়েছে । আজ এবং কাল আমরা সময় দিয়েছি ৷ তার মধ্যে তালিকায় তাঁদের নাম যুক্ত না-হলে আমরা আবারও বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেব ।” চাকরিহারাদের স্কুলে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, “৩০ তারিখ থেকে গরমের ছুটি পড়ছে ৷ তাই কোর্টের নির্দেশ মতো আমাদের স্কুলে যাওয়াটা দরকার । তাই আমরা এখন স্কুলে যাব । রিভিউ পিটিশনে যাতে কোনও বাধা না-হয়, তার জন্য আমরা চেয়ারম্যানকে সময় দিলাম ।” উল্লেখ্য, যোগ্য ও অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশের দাবি নিয়ে সোমবার এসএসসি অফিস অভিযান করেছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা । তারপর সেখানেই অবস্থানে বসে পড়েন তাঁরা । রাতভর চলে অবস্থান । তাঁদের দাবি ছিল, যোগ্য ও অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে । তার সঙ্গে অযোগ্য শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে । কিন্তু সেই তালিকা সর্বসমক্ষে প্রকাশ করা না-হলেও, স্কুল জেলা পরিদর্শকদের কাছে তা পৌঁছে গিয়েছে । ফলে ইতিমধ্যেই স্কুলে যোগ দিচ্ছেন ২০১৬ সালের প্যানেলে থাকা যোগ্য শিক্ষকরা । অন্যদিকে, এসএসসি অফিসের আরেকদিকে অবস্থানে রয়েছেন আরেক শিক্ষক সংগঠন । সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এসএসসির পাঠানো যোগ্য শিক্ষকদের নামের তালিকায় নেই এই সংগঠনের শিক্ষকদের নাম । অভিযোগ, এই সংগঠনের শিক্ষকরা বৃহস্পতিবার রাতে যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চের আহ্বায়কের গায়ে হাত তোলেন । এই সংগঠনের অন্য আরেক আহ্বায়ক বৃন্দাবন ঘোষ বলেন, চিন্ময় মণ্ডলকে গতকাল রাতে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ অযোগ্যদের সঙ্গে আমাদের কোনও বোঝাপড়া নেই ৷ তাঁরা নিজেদের আক্রোশ মেটাতে আমাদের উপর চড়াও হয়েছে ৷ এটা একেবারেই কাঙ্খিত নয় ।”

error: Content is protected !!