বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কমান্ডো

বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা কনভয়ের এক এসপিজি (স্পেশাল প্রোটেকশন গ্রুপ) সদস্য। নিহত কমান্ডোর নাম গণেশ সুখদেব গীত (৩৬)। মহারাষ্ট্রের নাসিকের মেহেন্দি গ্রামের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, ছুটি নিয়ে নিজের বাড়িতে গিয়েছিলেন গণেশ। গত বৃহস্পতিবার স্ত্রী, ৭ বছরের মেয়ে ও ১৮ মাসের ছেলেকে নিয়ে শিরডিতে সাইবাবার মন্দির দর্শনে যান তিনি। সেখান থেকে বাড়ি ফেরার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে খালে পড়ে যান তাঁরা। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই এলাকাবাসীরা তাঁদের বাঁচাতে ছুটে আসেন। তাঁদের সাহায্যেই স্ত্রী ও দুই সন্তানকে জল থেকে উঠতে সাহায্য করেন গণেশ। এলাকাবাসীদের কথায়, পরিবারের সদস্যদের নিরাপদে পাড়ে পৌঁছে দিলেও নিজে আর জল থেকে উঠতে পারেননি ওই এসপিজি কমান্ডো। পরে ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। প্রায় ২১ ঘণ্টা তল্লাশির পর খাল থেকে গণেশের দেহ উদ্ধার করা হয়। প্রসঙ্গত, পাঁচ স্তরীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন প্রধানমন্ত্রী মোদি। এর মধ্যে প্রথম স্তরেই থাকেন এসপিজি-র কমান্ডোরা।

error: Content is protected !!