সন্দেশখালি কাণ্ডে এবার রাজ্য়ের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

সন্দেশখালিকাণ্ডে এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানতে চাওয়া হল, এখনও পর্যন্ত কতজন ধরা পড়েছে? অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে? সূত্রের খবর তেমনই। শুক্রবার রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৩ জন। সেই ঘটনায় যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে কলকাতায় ইডি-প ডিরেক্টর রাহু নবীন। আজ, মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রথম ইডি-র স্পেশাল ডিরেক্টর ও সমস্ত মামলার তদন্তকারীরা অফিসার সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিতীয় পর্যায়ে বৈঠকে যোগ দেন NIA-সহ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও।