স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নিরাপত্তা নিয়ে সোমবার নবান্নে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

 আগামী সপ্তাহে বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসার আগে তাঁর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে নবান্নে বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। নবান্ন সূত্রে খবর, আগামী সোমবার রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে নবান্নে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। প্রসঙ্গত আগামী ১৭ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিতে তাঁর বাংলা সফর। ১৭ ডিসেম্বর, শনিবার নবান্ন সভাঘরে সেই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পাশাপাশি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ সহ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির শীর্ষ আধিকারিকদেরও।

error: Content is protected !!