পাটনা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়, গাড়ি উল্টে জখম একাধিক

অল্পের জন্য রক্ষা পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। বিহারের বক্সার থেকে পটনা যাওয়ার পথে কোরানসরাই থানা এলাকায় তাঁর কনভয়ের একটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। ডুমরাওয়ের মাথিলা-নারায়ণপুর সড়কের সেতুর পাশে খালে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটির ঠিক পিছনেই ছিল মন্ত্রীর গাড়ি। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী তাঁর ইনোভা গাড়িতে করে যাচ্ছিলেন। তাঁর গাড়ির চালক সতর্ক থাকার কারণেই বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মন্ত্রী। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

error: Content is protected !!