২১ বছর পুরনো মামলায় আপ সাংসদ সঞ্জয় সিংয়ের ৩ মাসের জেল

 ২১ বছর আগে সাধারণ মানুষের দাবি আদায়ে উত্তরপ্রদেশের সুলতানপুরে বিক্ষোভ দেখিয়েছিলেন আম আদমি পার্টির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। আর ওই বিক্ষোভ দেখানোর দায়ে বুধবার রাজ্যসভার সাংসদকে তিন মাসের জেলের সাজা শোনাল আদালত। একই সঙ্গে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আপ নেতা।

error: Content is protected !!