উত্তরপ্রদেশে সাংবাদিককে কুপিয়ে খুন, বাঁচাতে গিয়ে গুরুতর জখম বন্ধু

ফের শিরোনামে উত্তরপ্রদেশ। সেখানে দুষ্কৃতীদের তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না সাংবাদিকও। যোগীরাজ্যের ফতেহপুরে ছুরি দিয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করা হল এক সাংবাদিককে। তাঁকে বাঁচাতে গিয়ে মারাত্মক ভাবে জখম হলেন এক বন্ধুও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ফতেহপুরের কোতোয়ালি এলাকায়।
পুলিস সূত্রে খবর, নিহত সাংবাদিকের নাম দিলীপ সাইনি (৩৮)। তিনি দেশের বিখ্যাত একটি সংবাদ সংস্থায় কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিস মনে করছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় ইতিমধ্যেই ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, বুধবার রাতে দিলীপ সাইনি ও তাঁর বন্ধু শাহিদ খানের সঙ্গে নিজের বাড়িতে বসেই গল্পগুজব করছিলেন। সেই সময়ই ১৬ জনের একটি দল বাড়িতে ঢুকে পড়ে তাঁদের উপর চড়াও হয়। বন্ধুকে বাঁচাতে গিয়ে মারাত্মক ভাবে জখম হন শাহিদও। ঘটনার পর দু’জনকেই কানপুরের একটি হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসকেরা দিলীপকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে শাহিদ।