ফের সার্ভার ডাউন, দেশজুড়ে ব্যাহত ইউপিআই পরিষেবা

দেশজুড়ে ব্যহত UPI পরিষেবা ৷ তার জেরেই শনিবার বেলার দিকে লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন নাগরিকরা ৷ ডিজিটাল ট্রানজাকশনে সমস্যা দেখা যায় ৷ ব্যাঙ্কের ব্যালেন্স জানা গেলও আর্থিক লেনদেনর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় ৷ গুগল পে, ফোন পে এবং পেটিএম- এই তিনটি ইউপিআই অ্যাপের মাধ্যমেই টাকার লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন ইউজাররা। ইটিভি ভারত ভারতের তরফে বিভিন্ন রাজ্যের নাগরিকদের সঙ্গে এই সম্পর্কে কথা বলা হলে তাঁরাও এই সমস্যার কথা মেনে নিয়েছেন ৷ Unified Payments Interface পরিষেবা ব্যহকত হওয়ায় আর্থিক লেনদেনে সমস্যা হচ্ছে ৷ ব্যবহারকারীরা QR কোড স্ক্যানিং বা UPI-সংযুক্ত ফোন নম্বর বা UPI আইডিতে সরাসরি টাকা পাঠাতে গেলে তা সম্ভব হচ্ছে না । প্রাথমিক ভাবে অনুমান সমস্যাটি UPI সার্ভারের ডাউনের কারনেই হচ্ছে ৷

error: Content is protected !!