মেধা তালিকায় নাম না থাকাদের আবেদন খারিজ, মামলায় হস্তক্ষেপ না করে ছাড়পত্র সুপ্রিমকোর্টের, পুজোর আগেই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ
উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৫২ জন শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেধা তালিকায় নাম না-থাকা প্রার্থীরা। মঙ্গলবার তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে আর কোনও আইনি জটিলতা থাকল না। সোমবারই উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্যানেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ২৮ অগস্ট নির্দেশ দিয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ এবং তারপরের ৪ সপ্তাহের মধ্যে নিয়োগপত্র দিতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মেধা তালিকায় নাম না-থাকা প্রার্থীরা। কিন্তু তাদের আবেদন সর্বোচ্চ আদালতে গ্রাহ্য হলো না। সোমবারই উচ্চ প্রাথমিকের শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানিয়ে এসএসসি ভবন ঘেরাও করেছিলেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। ওই দিনই প্যানেল প্রকাশের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।