দু-দিনের সফরে নয়াদিল্লি আসছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন

দু দিনের সফরে সোমবার নয়াদিল্লি আসছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন । ৪ জুন তিনি ভারতে পা রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত ওয়াশিংটন সফরের দুই সপ্তাহের বেশি আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর। শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে লয়েড অস্টিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন সোমবার। বৈঠকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে পরস্পরের সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সিঙ্গাপুর থেকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ৪ জুন ভারতে আসবেন। দু দিনের সফর করবেন তিনি।

error: Content is protected !!