আমদানি করা গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা, ঘোষণা ট্রাম্পের

 ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে তটস্থ রয়েছে গোটা বিশ্ব। প্রতিদিনই কোনও না কোনও সেক্টরে নতুন শুল্ক নীতি ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট। যার জেরে প্রভাব পড়ছে বিশ্ব শেয়ার বাজারে। এবার আমদানি করা সমস্ত রকমের গাড়ির উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার(স্থানীয় সময়) হোয়াইট হাউসের কার্যালয়ে ট্রাম্প বলেন, আমেরিকায় তৈরি হয়না এমন সমস্ত গাড়ির উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপানো হবে। কিছুদিনের জন্য নয়, এই শুল্ক পাকাপাকিভাবেই লাগু করা হয়েছে বলেও জানান তিনি। আগামী ২ এপ্রিল থেকে এই নতুন শুল্ক নীতি কার্যকর হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে অনেকটাই চাঙ্গা হবে আমেরিকার অটোমোবাইলের মার্কেট। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। একই সঙ্গে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পরই মার্কিন কোষাগারে প্রতি বছরে ঢুকবে অতিরিক্ত ১০ হাজার কোটি ডলার। মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের পর আরও জানান, ‘এই শুল্ক নীতির ফলে আমেরিকার অর্থনৈতিক বৃদ্ধি এতটাই হবে, যা কল্পনাতীত। কিন্তু কেউ যদি আমেরিকাতেই গাড়ি নির্মাণ করেন, তাহলে কোনও শুল্ক দিতে লাগবে না।’ তবে এই সিদ্ধান্ত আচমকাই নেননি ট্রাম্প। গত ফেব্রুয়ারি মাসে তাঁর মুখে আমদানি করা গাড়ির উপর শুল্ক চাপানোর কথা শোনা গিয়েছিল। সেটা যে শুধুই মুখের কথা ছিল না, আজ তাঁর এই ঘোষণার পর বোঝা গিয়েছে। তবে শুধু গাড়িই নয় বিদেশ থেকে আমদানি করা সমস্ত রকমের হাল্কা ট্রাকের উপরও এই শুল্ক ধার্য করা হবে। আগামী ৩ এপ্রিল থেকেই ওই হারে শুল্ক কাটা হবে বলে জানা গিয়েছে। 

error: Content is protected !!