
ভারতের উপর ২৬% শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পারস্পরিক শুল্ক’ আরোপের ঘোষণা করেছেন। এই ঘোষণায় ট্রাম্প বিভিন্ন দেশের জন্য ভিন্ন হারে শুল্কের ঘোষণা করেছেন। ট্রাম্প এই পদক্ষেপকে ‘আমেরিকার স্বাধীনতা’ বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক ঘোষণার ফলে দাম বৃদ্ধি এবং বিশ্বব্যাপী ‘বাণিজ্যিক যুদ্ধ’-এর ঝুঁকি বেড়েছে। ট্রাম্প ভারতের উপর ২৬ শতাংশ ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করেছেন। চিনের উপর ৩৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০ শতাংশ এবং জাপানের উপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। “মেক আমেরিকা ওয়েলথি অ্যাগেইন” অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এই ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একজন ‘মহান বন্ধু’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, “ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ৫২ শতাংশ শুল্ক আরোপ করে ৷ সেখানে আমরা তাদের কাছ থেকে প্রায় কোনও শুল্কই নিই না। ভারত খুবই কঠোর। প্রধানমন্ত্রী আমার খুব ভালো বন্ধু ৷ কিন্তু, আপনি আমাদের সঙ্গে সঠিক আচরণ করছেন না।”অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “কয়েক দশকের শোষণের পর, মার্কিন করদাতাদের প্রতারণার যুগ শেষ হয়েছে। আমাদের দেশের করদাতারা ৫০ বছরেরও বেশি সময় ধরে প্রতারণার শিকার হচ্ছেন ৷ কিন্তু, এটি আর হবে না।”
দেখে নেওয়া যাক কোন দেশের উপর কত শুল্ক চাপালেন ট্রাম্প –
ট্রাম্প বিদেশ থেকে আসা সকল পণ্যের উপর ১০ শতাংশ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে ভারত থেকে আসা পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক, চিন থেকে আসা পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক এবং ব্রিটেন থেকে আসা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক। এছাড়াও, বাংলাদেশ থেকে আসা পণ্যের উপর ৩৭ শতাংশ, পাকিস্তান থেকে আসা পণ্যের উপর ২৯ শতাংশ, শ্রীলঙ্কা থেকে আসা পণ্যের উপর ৪৪ শতাংশ, ইজরায়েল থেকে আসা পণ্যের উপর ১৭ শতাংশ, ভিয়েতনামের উপর ৪৬ শতাংশ, তাইওয়ানের উপর ৩২ শতাংশ, জাপানের উপর ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ, থাইল্যান্ডের উপর ৩৬ শতাংশ এবং কম্বোডিয়ার উপর ৪৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।