আমেরিকার শুল্কযুদ্ধের মধ্যেই ভারত সফরে সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আমেরিকা শুল্কযুদ্ধের পারদ চড়ছেই। ভারতের প্রতি ‘সদয়’ হয়ে অবশ্য শুল্কের বোঝা সামান্য কম চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁকে নিয়ে সমালোচনার আঁচ পড়ছে এদেশেও। এই পরিস্থিতিতে ভারত সফরে আসছেন সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সূত্রের খবর, আগামী ২১ থেকে ২৪ এপ্রিল স্ত্রী উষাকে নিয়ে দিল্লি আসছেন তিনি। ভান্সের এই সফরে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিষয়টি বেশ খানিকটা এগোতে পারে বলে মনে করা হচ্ছে। একই সময়ে ভারতে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। একই সময়ে আমেরিকার দুই হেভিওয়েটের ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মার্কিন সেকেন্ড লেডি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের স্ত্রী উষা ভান্স ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বাবা-মা ভারত থেকে আমেরিকা গিয়ে বসবাস শুরু করেন। সে অর্থে উষার পিতৃভূমি ভারত। তাই প্রথমবার ভারত সফর নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি। সূত্রের খবর, দিল্লিতে কূটনৈতিক আলাপ-আলোচনার পাশাপাশি জেডি ভান্স স্ত্রীকে নিয়ে ঘুরবেন আগ্রা, জয়পুর। প্রথমবার ভারতে এসে সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ মোটেই হাতছাড়া করতে চান না উষা। এছাড়া ‘পিঙ্ক সিটি’ জয়পুর নিয়েও প্রশংসা শুনেছেন, তাই ঘুরে দেখবেন দিল্লির অদূরে অবস্থিত মরু রাজ্যের এই শহরও।

error: Content is protected !!