অনুমতি ছাড়াই লক্ষদ্বীপের কাছে মহড়া মার্কিন রণতরীর, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ

জলপথে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ উঠল। ভারতের অনুমতি ছাড়াই লক্ষদ্বীপের কাছাকাছি ঢুকে পড়ল মার্কিন নৌবাহিনীর মিসাইল বিধ্বংসী যুদ্ধজাহাজ, যে ঘটনাকে আন্তর্জাতিক চুক্তিবিরোধী বলেই ব্যাখ্যা করা হচ্ছে। ভারতের বিশেষ অর্থনৈতিক এলাকায় ঢুকে পড়াই নয়, মার্কিন নৌবাহিনীর সেভেনথ ফ্লিট (সপ্তম বাহিনী) বিবৃতি দিয়ে দাবি করেছে, ভারত তাদের জলসীমা নিয়ে যে দাবিগুলো করে তাকে চ্যালেঞ্জ করেই এই নৌমহড়া চালানো হয়েছে। আন্তর্জাতিক জলপথের যাতায়াতের স্বাধীনতা নিশ্চিত করতেই এই মহড়া চালিয়েছে মার্কিন রণতরী। আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ হয়নি বলেই দাবি আমেরিকার। গত ৭ এপ্রিল লক্ষদ্বীপের ১৩০ নটিক্যাল মাইলের (২২৪ কিলোমিটার) মধ্যে ঢুকে পড়ে আমেরিকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস জন পল জোনস’। আন্তর্জাতিক চুক্তি ভেঙে মার্কিন রণতরী ভারতের জলসীমায় ঢুকে পড়েছে বলে দাবি করা হয়। যদিও জলসীমার চুক্তি ভঙ্গ হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি নয়াদিল্লি। ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন চিফ অ্যাডমিরাল অরুণ প্রকাশ বলেছেন, সাধারণত কোনও দেশের উপকূলবর্তী ২০০ নটিক্যাল মাইল থেকে ৩৭০ নটিক্যাল মাইলের মধ্যেবর্তী এলাকাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে অভিহিত করা হয়। ওই জলসীমার মধ্যে জাহাজ চলাচল, ব্যবসা-বাণিজ্য, প্রাকৃতিক তেল-গ্যাস ইত্যাদি সবকিছুর ওপরেই অধিকার থাকে সে দেশের। তাই স্বভাবতই ভারতের বিশেষ অর্থনৈতিক এলাকায় সামরিক গতিবিধি চালাতে হলে অবশ্যই অনুমতি নেওয়ার প্রয়োজন। মার্কিন রণতরী সেখানে অনুমতি ছাড়াই মহড়া চালিয়েছে। 

error: Content is protected !!