
রাশিদ খানের অবস্থা সঙ্কটজনক, রয়েছেন ভেন্টিলেশনে
প্রখ্যাত সংগীতশিল্পী রশিদ খানের অবস্থা সঙ্কটজনক। বেশ কয়েকদিন ধরে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন রামপুর-সাসওয়ান ঘরানার এই শিল্পী। তারই চিকিৎসা চলছিল, চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছিলেন সঙ্গীতশিল্পী, কিন্তু আচমকাই ছন্দপতন। শুক্রবার হঠাৎই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। এরপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন গায়ক। জানা যায়, বেশ অনেকদিন ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চলছিল চিকিৎসা। শনিবার হঠাৎই জানা যায় যে অবস্থা সঙ্কটজন সঙ্গীতশিল্পীর। ৫৫ বছর বয়সী এই শিল্পীকে রাখা হয় ভেন্টিলেশনে। রবিবার কেমন আছেন তিনি। পিটিআইয়ের খবর অনুযায়ী হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ‘রবিবারও ভেন্টিনেশনেই রয়েছেন রশিদ খান, এখনও তাঁর অবস্থা সঙ্কটজনক। চিকিৎসকদের নজরে রয়েছেন সঙ্গীতশিল্পী’। তবে তাঁর অসুস্থতা নিয়ে মুখ খুলতে চান না তাঁর পরিবার।