প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী রশিদ খান

শাস্ত্রীয় সংগীতের উজ্জ্বল নক্ষত্র রাশিদ খানের জীবনাবসান। সংকটজনক অবস্থায় তাঁকে ভর্তি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল সকাল থেকে। অবস্থা ক্রমেই আশঙ্কাজনক হয়ে ওঠে। শিল্পীকে দেখতে এদিন হাসপাতালে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরের সভা থেকে সোজা হাসপাতালে পৌঁছছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠতে থাকে। তাঁকে আইটিএউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। পিয়ারলেস হাসপাতালের চিকিৎসকের সুদীপ্ত মিত্র জানিয়েছিলেন, ‘শিল্পীর অবস্থা অত্যন্ত সংকটজনক।’ চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। মাসখানেক আগে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ক্যানসারের পাশাপাশি ব্রেন স্টোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর তেমনভাবে খাওয়া-দাওয়াও আর করতে পারছিলেন না। কোনওরকমে রাইস টিউবে খাওয়াতে হচ্ছিল শিল্পীকে। শরীরে সংক্রমণ বেড়ে যাওয়ায় ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটতে থাকে। তবে বছরের শেষ সময়ে কিছুটা চিকিৎসায় সাড়া দিলেও, ক্রমেই পরিস্থিতি খারাপ হতে থাকে। সন্ধে ৬টা পর্যন্ত এদিন হাসপাতালেই থাকবে শিল্পীর মৃতদেহ। দুপুর ১টায় রবীন্দ্রসদনে গানস্যালুট। বুধবার টালিগঞ্জের কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। মাত্র ৫৫ বছর বয়সে জীবনাবসান শিল্পীর। তাঁর কণ্ঠে একের পর এক গান মন কেড়েছিল ভক্তদের। 

error: Content is protected !!