উত্তরপ্রদেশে লিঙ্গ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে লেসবিয়ান তরুণীকে খুন তান্ত্রিকের
লেসবিয়ান তরুণীকে লিঙ্গ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তাকে খুন করার অভিযোগ উঠল তান্ত্রিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত তান্ত্রিককে এবং তাঁর সঙ্গী তরুণীকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, মৃত লেসবিয়ান তরুণীর নাম পুনম কুমারী (২৭)। শাহজাহানপুরের বাসিন্দা তিনি। ২৫ বছর বয়সী তরুণী প্রীতি সাগরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। রাম নিবাস নামে এক তান্ত্রিক পুনমকে লিঙ্গ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। তান্ত্রিকের সেই কথায় রাজি হয়ে তার কাছে গিয়েছিলেন পুনম। শাহজাহানপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুধীর জয়সওয়াল বুধবার এই ঘটনার বিষয়ে বলেন, স্নাতক স্তরে পড়াশোনার সময় প্রীতি সাগরের সঙ্গে পুনমের দেখা হয়েছিল। সেই থেকে কয়েক মাস ধরে দুজনের সম্পর্ক ছিল। তিনি বলেন, লখিমপুর খেরির ওই তরুণীকে তার পরিবার একজন পুরুষের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করে। কিন্তু তা সত্ত্বেও তিনি সেই বিয়েতে রাজি হননি। পরিবারের কাছে নিজের সম্পর্কের কথা বলেন। এদিকে সামাজিক কলঙ্কের ভয়ে উভয়ের পরিবার এই সম্পর্কের বিরোধিতা করে। লখিমপুর খেরির মোহাম্মদী থানার আধিকারিক অম্বর সিং বলেন, তান্ত্রিক সাগরের মায়ের সঙ্গে যোগাযোগ করে বলেছিল যে পুনমের লিঙ্গ পরিবর্তন করলে তাঁকে সাগরের সঙ্গে বিয়ে হতে সমস্যা থাকবে না। এরপর তান্ত্রিকের কথা অনুযায়ী গত ১৮ এপ্রিল পুনম তার ডেরায় গিয়েছিলেন। সেখানে পুনমকে শ্বাসরোধ করে ওই তান্ত্রিক হত্যা করে বলে অভিযোগ। এদিকে ২৬ এপ্রিল পুনমের ভাই পারবিন্দর কুমার পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে। এরপর তদন্তে নেমে পুনমের কললিস্ট ঘেঁটে প্রীতির সন্ধান পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।