উত্তরাখণ্ডের নয়া ডিজিপির দায়িত্বে আইপিএস অভিনব কুমার

নতুন ডিজিপি আইপিএস অভিনব কুমারের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন উত্তরাখণ্ডের প্রাক্তন ডিজিপি আইপিএস অশোক কুমার। এর পরেই তাঁর সহকর্মীরা প্রাক্তন ডিজিপি অশোক কুমারকে এক অনন্য স্টাইলে বিদায় জানান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে যেখানে বিভাগের আধিকারিকদের দেখা যায়  বিদায় জানানোর সময় আইপিএস অশোক কুমারের গাড়িটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে যেতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।আইপিএস অশোক কুমার এই ভিডিওটি টুইট করেছেন এবং লিখেছেন, “আমাকে এমন সম্মানজনক বিদায় দেওয়ার জন্য উত্তরাখণ্ড পুলিশের সহকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা।” এর আগে বুধবার খবর এসেছিল যে ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) ১৯৯৬ ব্যাচের অফিসার অভিনব কুমার উত্তরাখণ্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজিপি) নিযুক্ত হয়েছেন।

error: Content is protected !!