
নবরাত্রিতে গোটা উত্তরপ্রদেশের ধর্মস্থানের ৫০০ মিটারের আশেপাশে মাংস বিক্রি করা যাবে না, ফতোয়া যোগী সরকারের
নবরাত্রির কটা দিন উত্তরপ্রদেশে কোনও ধর্মস্থানের আশেপাশে মাংস বিক্রি করা যাবে না। এতদিন এই নির্দেশিকা আসছিল বিক্ষিপ্তভাবে, ছোট ছোট এলাকাভিত্তিক। স্থানীয় প্রশাসনের তরফে এই নির্দেশিকাগুলি জারি করা হচ্ছিল। এবার সার্বিকভাবে গোটা উত্তরপ্রদেশেই মাংস বিক্রি বন্ধের নির্দেশিকা দিল যোগী আদিত্যনাথের সরকার। যোগী সরকারের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে, নবরাত্রির কটা দিন উত্তরপ্রদেশজুড়ে ধর্মস্থানের ৫০০ মিটারের মধ্যে কোনওরকম মাংস বিক্রি চলবে না। রবিবার থেকেই এই বিধি কার্যকর। আগামী ৬ এপ্রিল রামনবমী পর্যন্ত গোটা রাজ্যে কঠোরভাবে এই নির্দেশ কার্যকর করা হবে। কেউ নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে যোগী সরকারের তরফে।