প্রয়াত ‘ব্যাটম্যান’ খ্যাত ভ্যাল কিলমার

৬৫ বছর বয়সে প্রয়াত ‘টপ গান’, ‘ব্যাটম্যান ফরএভার’, ‘দ্য ডোরস’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার ৷ মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে ৷ ভ্যালের মেয়ে মার্সেডিজ কিলমার, অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাঁর বাবা। ২০১৪ সালে গলার ক্যান্সাররের চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন ৷ অভিনেতার দুটি শ্বাসনালী অস্ত্রোপচার হয়েছিল ৷ ‘জিম মরিসন’ এবং ‘ব্যাটম্যান’এর ভূমিকায় মুখ্য চরিত্রে অভিনয়কারী হলিউড অভিনেতা ভ্যাল কিলমারের প্রয়াণে শোকের ছায়া নেমেছে অনুরাগী মহলে ৷ হলিউডের হ্যান্ডসাম অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক ব্লকব্লাস্টার সিনেমা ৷ তবে তাঁর প্রথম সিনেমা গৃহযুদ্ধ সম্পর্কিত গোয়েন্দা সিনেমা ‘টপ সিক্রেট’ (১৯৮৪ )৷ পরিচালক অলিভার স্টোনের “দ্য ডোরস”-এ মরিসনের চরিত্রে ভ্যালের প্রাণবন্ত অভিনয় আজও মনে রেখেছেন অনুরাগীরা ৷ কিলমার, যিনি সর্বকনিষ্ঠ অভিনেতা ছিলেন, যখন তিনি মর্যাদাপূর্ণ জুলিয়ার্ড স্কুলে ভর্তি হয়েছিলেন ৷ তিনি খ্যাতির কখনও শিখরে গিয়েছেন আবার কখনও পতনের মুখে পড়েছেন ৷ তাঁর জীবন নাটকের থেকে কিছু কম ছিল না ৷ টপ সিক্রেট ছবির পর কমেডি মেজাজে ধরা দেন ভ্যাল ৷ ১৯৮৫ সালে মুক্তি পায় রিয়েল জিনিয়াস ৷ সেখানে তাঁর কমিক টাইম ছিল অনবদ্য ৷ এছাড়াও ‘কিস কিস ব্যাং ব্যাং’, ‘ম্যাকগ্রুবার’ ছবিতেও তাঁকে দেখা যায় কমিক চরিত্র ৷ নয়ের দশকে তিনি মহিলা অনুরাগীদের হার্টথ্রব ছিলেন ৷ তাঁকে ‘ড্যাশিং লিডিং ম্যান’ বলে অভিহিত করা হত ৷ কার্ট রাসেল ও বিল প্যাক্সটনের বিপরীতে ‘টম্বস্টোন’ ছবিতে এলভিস চরিত্রে অভিনয় করেন তিনি ৷ এছাড়াও ‘ট্রু রোম্যান্স’ ছবিতে তাঁকে দেখা যায় ভূতের চরিত্রে ৷ পাশাপাশি আল পাচিনো ও রবার্ট ডে নিরোর বিপরীতে তাঁকে দেখা যায় মাইকেল মন পরিচালিত ১৯৯৫-এ মুক্তি পাওয়া ‘হিট’ ছবিতে ৷ কিলমার দর্শক দরবারে জনপ্রিয় ১৯৯৫ সালে ৷ মুক্তি পায় ‘ব্যাটম্যান ফরএভার’ ৷ নাম ভূমিকায় নজর কাড়েন ভেইল ৷ ডার্ক নাইটের ভূমিকায় তার ভূমিকা ক্ষণস্থায়ী ছিল, কিন্তু কিলমার পরে প্রকাশ করেন যে ছবিতে তিনি যে স্যুট পরেছিলেন তা তার চরিত্রকে কঠিন করে তুলেছিল। কিলমার ‘দ্য সেন্ট’ (১৯৯৭) এবং ‘দ্য সল্টন সি’ (২০০২) এর মতো সিনেমায় কাজ করেন ৷ তাঁর অভিনয়ে মন্ত্রমুগ্ধ হন দর্শক ৷ কিলমার 1959 সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন ৷ কিলমার ছোট বয়সে ভাইকে হারান যাঁর বয়স ছিল মাত্র ১৫ ৷ ২০১২ সালে তাঁর ‘স্পোকেন ওয়ার্ড অ্যালবাম দ্য মার্ক অফ জোরোর’ জন্য গ্র্যামি মনোনয়নও পেয়েছিলেন। পরবর্তী জীবনে, কিলমার স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হন ৷ বিশেষ করে গলার ক্যান্সার চিকিৎসকার জন্য বেশ কয়েকটি ট্র্যাকিওটোমি করতে হয়েছিল ৷ যে কারণে তাঁর কথা বলার শক্তি প্রভাবিত হয়েছিল। অভিনেতা জোয়ান হোলির সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৷ দুই সন্তান, মার্সেডিজ এবং জ্যাককে রেখে প্রয়াত হয়েছেন অভিনেতা।

error: Content is protected !!
04:57