প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা অরুণ বালি

প্রয়াত হলেন প্রবীণ বলিউড অভিনেতা অরুণ বালি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। থ্রি ইডিয়ট, কেদারনাথ, পিকে-র মত একাধিক সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেছেন এই বর্ষিয়ান অভিনেতা। শেষ তাঁকে আমির খান অভিনীত লাল সিং চড্ডা সিনেমায় দেখা গিয়েছিল। মুম্বই শহরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল বিরল রোগে আক্রান্ত অরুণ। নিউরোমাসকুলার ডিজিজ Myasthenia Gravis-এ ভুগছেন তিনি। ভর্তি হতে হয়েছিল মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালেও। অরুণের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকাহত তাঁর পরিবার, কাছের বন্ধু ও সহকর্মীরা। সকলেই অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন।  

error: Content is protected !!