প্রয়াত বাঞ্ছারাম, গান স্যালুটে শেষ বিদায় মনোজ মিত্রকে

প্রয়াত প্রবাদ প্রতীম নাট্যকার, লেখক তথা অভিনেতা মনোজ মিত্র। সকাল ৮টা ৫০ মিনিটে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল থেকে মনোজ মিত্রর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁর সল্টলেকের বাড়িতে। তারপর বেশ কিছুটা সময় নাট্যব্যক্তিত্ব তথা অভিনেতার দেহ শায়িত রাখা হয়েছিল রবীন্দ্র সদনে ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু, ব্রাত্য বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, ইন্দ্রনীল সেন, মেঘনাদ বসু, দুলাল লাহিড়ী, দেবাশিস কুমার, নীল মুখোপাধ্যায়-সহ নাট্য ও বিনোদন দুনিয়ার বিশিষ্টজনেরা। অভিনেতার মেয়ে ময়ূরী মিত্র বলেন, “উনি চক্ষুদান করে গিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজে ৷ আমার ভালো লাগছে ওওনার চোখ দিয়ে দুজন মানুষ দেখতে পাবেন ৷ আজকে বাবার মৃত্যু দিনে এটা আমার কাছে আনন্দের খবর ৷ উনি শেষঅবধি ওনার নাট্যদলের সংগঠনের সঙ্গেই ছিলেন ৷”

error: Content is protected !!