
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেপ্টিইমিয়ার সমস্যা ছিল তাঁর। গত কয়েকদিন ধরেই দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে ভর্তি ছিলেন। সত্যজিৎ রায়ের ‘জনঅরণ্য’, ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’, বুদ্ধদেব দাশগুপ্তের ‘দূরত্ব ‘ প্রভৃতি চলচ্চিত্র ছাড়াও বহু নাটকে প্রদীপ মুখোপাধ্যায় অভিনয় করেছন। আজই বর্ষীয়ান অভিনেতার শেষকৃত্য হবে বলে জানিয়েছেন অভিনেতার কন্যা। হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসের সংক্রমণ তো ছিলই, সঙ্গে নিউমোনিয়াও ধরা পড়েছিল। এছাড়াও রক্তে বিষক্রিয়ার পরিমাণ বেড়ে গিয়েছিল তাঁর। গত ২২ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি হন তিনি। রবিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তারপরই আজ সকালে তাঁর মৃত্যু হয়। প্রদীপবাবুকে শেষ দেখা গিয়েছিল ‘ড্রাকুলা স্যার’ ছবিতে। পরিচালক নির্মল চক্রবর্তীর সিনেমা ‘দত্তা’তে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোকাহত। তাঁর প্রয়াণে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি প্রদীপ মুখোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”