প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। ৮৯ বছর বয়স বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ প্রয়াত হন তিনি। জীবনের শেষ মুহূর্তে ল্যান্সডাউনের আবাসনে ছিলেন।গত ২১ ডিসেম্বর থেকে কলকাতার মিন্টো পার্কে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকালই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন বিশিষ্ট গায়িকা। সম্প্রতি নিউমোনিয়াও ধরা পড়ে। ফুসফুসে সংক্রমণ ছিল। পরিবারের লোকজন শেষ সময়ে তাঁকে বাড়িতেই রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।গতকালই জানা গিয়েছিল, তাঁর শারীরিক অবস্থান অবনতি হয়েছে। অত্যন্ত সঙ্কটজনক ছিলেন। তার পরেই সব শেষ। তাঁর দুই মেয়ে ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়। 

error: Content is protected !!