
২১ জুলাই নিয়ে কর্মী সমর্থকদের বার্তা তৃণমূল সুপ্রিমোর
রাত পোহালেই ২১ জুলাই। বৃহস্পতিবার ধর্মতলায় হবে ঐতিহাসিক সমাবেশ। এই সমাবেশের আগেই তৃণমূল নেতা, কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সকলকে শহিদ দিবসের জনসভায় উপস্থিত থাকতে আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে, তাও নিশ্চিত করতে বললেন তিনি ৷ সব জেলা থেকে আসা তৃণমূলের নেতা-কর্মীদের পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ করেন তিনি ৷ সেই সঙ্গে তৃণমূলের শহিদ দিবসের আবেগও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিও বার্তায় উঠে এসেছে ৷ বুধবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে দলের সর্বোচ্চ নেত্রীর তরফে কর্মী সমর্থকদের বার্তা দেওয়া হয়েছে। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘২১ জুলাই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। ২১ জুলাই দিনটির সঙ্গে আমাদের আবেগ, আমাদের স্বজন, আমাদের মা-মাটি-মানুষ, আমাদের শহীদ তর্পণ, আমাদের মা-মাটি-মানুষকে উৎসর্গ করা, সবটাই আমাদের ২১ জুলাইকে ঘিরে।’ রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা ইতিমধ্যে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য কলকাতা শহরে এসে পৌঁছেছেন। জেলা থেকে আরও বিপুল সংখ্যক কর্মী সমর্থক আসবেন বৃহস্পতিবার সমাবেশে যোগ দিতে। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আমি সবাইকে আবেদন করব ২১ জুলাই সমাবেশে আসার জন্য। যারা পারবেন তারা আসবেন। সশরীরে যোগ দিয়ে সাক্ষী হোন। যারা পারবেন না তারা টিভিতে দেখুন বা ফেসবুক লাইভ হবে সেখানে দেখুন।’ একইসঙ্গে তাড়াহুড়ো না করে সমাবেশে আসার জন্য আবেদন জানান জননেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘গাড়িতে যারা আসবেন তাড়াহুড়ো করবেন না। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তাড়াহুড়ো করতে গিয়ে।’ একইসঙ্গে ‘সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি’ বলেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দলের কর্মীদের প্রতি বার্তা দেওয়ার পাশাপাশি বুধবার ওই ভিডিও বার্তায় তৃণমূল নেত্রী রাজ্যের সমস্ত রাজনৈতিক দল-সহ সব ক্ষেত্রের ব্যক্তিদের ২১ জুলাই সমাবেশে আসার জন্য আবেদন জানান। উল্লেখ্য গত দু বছর কোভিডের কারণে এই সমাবেশ হয়নি ধর্মতলায়। এবারে এই সমাবেশে রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।