
আদালত অবমাননার অভিযোগে ৪ মাসের হাজতবাস, ২ হাজার টাকা জরিমানা বিজয় মালিয়ার
আদালত অবমাননার অভিযোগে চার মাসের হাজতবাস হল লিকার ব্যারন বিজয় মালিয়ার৷ সুপ্রিম কোর্ট আজ এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি তাঁকে ২০০০ টাকা জরিমানাও করা হয়েছে ৷ ২০১৭ সালের আদালত অবমাননার মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ আদালতের নির্দেশ অমান্য করে তাঁর সন্তানদের ৪০ মিলিয়ন মার্কিন ডলার পাঠানোর অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে বিজয় মালিয়াকে ৷ চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে জরিমানার অর্থ জমা করতে বলা হয়েছে ৷ তা করতে না পারলে আরও 2 মাসের হাজতবাস যুক্ত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷