সলমন খানকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার রাজস্থানের যুবক
সলমন খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে বুধবার কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মহারাষ্ট্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত ভিখা রাম, যিনি বিক্রম নামেও পরিচিত, তিনি রাজস্থানের জালোরের বাসিন্দা। হাভেরির পুলিশ সুপার অংশু কুমার বলেন, ‘মহারাষ্ট্র এটিএস (অ্যান্টি টেররিজম স্কোয়াড)-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাভেরি টাউন থেকে একজনকে আটক করা হয়েছে এবং আজ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা প্রায় দেড় মাস আগে হাভেরিতে যাওয়ার আগে কর্ণাটকের বিভিন্ন স্থানে অবস্থান করছিল। তিনি নির্মাণ সাইটে কাজ করতেন এবং গৌদর ওনিতে একটি ভাড়া ঘরে থাকতেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ‘অভিযুক্ত ব্যক্তি একটি আঞ্চলিক নিউজ চ্যানেল দেখছিলেন, তখনই সে হঠাৎ মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এবং সলমন খানকে হত্যার হুমকি দেয়। তিনি একজন দিনমজুর এবং নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভক্ত বলে দাবি করেন। এটি তার বক্তব্য, তবে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং আরও তদন্ত করবে মুম্বই পুলিশ। আমাদের টিম শুধু তাকে সুরক্ষিত ভাবে মুম্বাই পুলিশের হাতে তুলে দিয়েছে।