উত্তপ্ত মধ‍্যপ্রদেশ, চলছে তরোয়াল-গুলির লড়াই, আহত ১২

শুরু হয়ে গিয়েছে মধ্যপ্রদেশের নির্বাচন৷ ইতিমধ্যেই ভোট পর্ব ঘিরে কড়া নিরাপত্তার আচ্ছদন দুই রাজ‍্যে৷ একই সঙ্গে ভোটপর্ব চলছে ছত্তিশগঢ়েও৷ এখনও পর্যন্ত ৪৫% ভোট পড়েছে মধ‍্যপ্রদেশে এবং সকাল ১১ পর্যন্ত ছত্তিশগঢ়ে পড়েছে ১৯.৬৫% ভোট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মধ্য প্রদেশে ভোটের আবহে অশান্তি। বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক সংঘর্ষের খবর মিলেছে। মধ্য় প্রদেশের ছওরপুরে সামনে এসেছে হামলার খবর। ঘটনায় বিজেপিকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। পাশাপাশি মধ্য় প্রদেশের দিমানিতে পাথর ছোড়ার খবর সামনে এসেছে। ইন্দোর ও মোরেনায় বেশ কিছু জায়গায় পাথর ছোড়া, শ্যুটআউট সহ তলোয়ার লড়াইয়ের খবর প্রকাশ্যে এসেছে। কোথাও কোথায়ও প্রার্থীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। কিছু জায়গায় আবার শান্তি বজায় রাখতে সব প্রার্থীকে গৃহবন্দী করা হয়েছে বলে খবর মিলেছে। দুপুর পর্যন্ত ছত্রপুরে আহত হয়েছে ১২ জনের বেশি। এক মুসলিম যুবকের মৃত্যুর খবর মিলেছে। অভিযোগ, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে তাঁকে। ইন্দোরের মহউ বিধানসভা কেন্দ্রে ভোট চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলা। সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও কংগ্রেস কর্মীরা। উভয় পক্ষের তরবারির লড়াই হয়। ঘটনায় আহত হয়েছেন ৪ জন। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দিমানিতে ভোট চলাকালীন দুইবার বিশৃঙ্খলা। মীরঘন গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ হয়। একে অপরের দিকে পাথর ছোড়ে উভয় পক্ষের সদস্য়রাই। গুলি চালানোর খবরও পাওয়া গিয়েছে। সংঘর্ষে আহত হয়েছে এক সেনাকর্তা সহ চারজন। হিংসার ঘটনার সামনে এসেছে ভিন্দেতেও। জেলার মেহগাঁও বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ। মানহাদ গ্রামে দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীরা রাকেশ শুক্লাকে লক্ষ্য করে পাথর ছুড়েছে বলে অভিযোগ। আহত হয়েছেন বিজেপি প্রার্থী রাকেশ। ভেঙে গিয়েছে তাঁর গাড়ির কাচ। একই গ্রামে ভোট চলাকালীন কংগ্রেস ও আম আদমি পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। ভোট দিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন এক যুবক। যুবকের অভিযোগ, গুলি চালিয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল সিং ভাদৌরিয়া। তাঁর বাম পায়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ যুবকের নাম কৃষ্ণ ভাদৌরিয়া। হাসপাতালে চিকিৎসাধীন যুবক। ছতরপুর জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রে রক্তারক্তি। রাত ৩টের দিকে খাজুরাহো থানা এলাকায় দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্য়ে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে এক মুসলিম যুবকের। ঘটনার সত্যতা নিশ্চিত করতে এসপি অমিত সংঘভি বলেছেন, মৃত যুবকের নাম সলমন। অন্য এক রাজনৈতিক দলের অভিযোগ, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে যুবককে। বৃহস্পতিবার রাত থেকেই ভোট হিংসায় তপ্ত ইন্দোরের রাউ। ইন্দোরের রাউ বিধানসভা এলাকায় গভীর রাতে বিজেপি ও কংগ্রেস কর্মীদের হাতাহাতির ঘটনা সামনে এসেছে।

error: Content is protected !!