ফের অশান্ত মণিপুর, মৃত ৩
স্বাধীনতা দিবসে মোদির বার্তার পরেই ফের রক্তাক্ত মণিপুর। ফের কুকি ও মেইতেই জনগোষ্ঠীর সংঘর্ষের বলি হলেন তিনজন। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। দুই পক্ষের গুলিযুদ্ধের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনী। যদিও তাতে খুব একটা আশ্বস্ত হতে পারেননি স্থানীয় বাসিন্দারা। অনেকেই প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন। জানা গিয়েছে, এদিন সকালে উখরুল জেলার লিটানের কাছে থোয়াই গ্রামে আচমকাই কুকি ও মেইতেইদের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। গুলিতে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যদিও মৃতরা কোন জনগোষ্ঠীর তা জানা যায়নি। কারাই বা প্রথম গুলি চালাতে সুরু করেছিলেন, সে বিষয়েও স্পষ্ট করে কোনও খবর পাওযা যায়নি। গুলিযুদ্ধের খবর পেয়েই থোয়াইয়ে পৌঁছয় বিশাল নিরাপত্তা বাহিনী। দুষ্কৃতীদের ধরতে পুরো এলাকাজুড়ে বিশেষ তল্লাশি অভিযান চালানো শুরু করেছে আধা সেনারা। যদিও গ্রামটি বনাঞ্চলে অবস্থিত হওয়ায় অপরাধীরা সহজেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, গত ৩ মে থেকে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুরে কুকি বনাম মেইতেই সংঘর্ষ শুরু হয়েছে। প্রাণঘাতী সংঘর্ষে প্রায় দুশোর মতো নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি হারিয়েছে কয়েক হাজার পরিবার।