চড়ক চলাকালীন আহত সন্ন্যাসী-সহ এক ভক্ত

ঘাটাল থানার দন্দিপুরে দণ্ডেশ্বর শিবমন্দিরে চড়ক ভেঙে বিপত্তি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। যার জেরে আহত এক সন্ন্যাসী-সহ চড়ক দেখতে আসা এক ব্যক্তি। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও দীর্ঘ বছর ধরেই এই চড়কের অনুষ্ঠান হয়ে আসছে ৷ তবে এই দিন কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে কমিটির লোকজন। কাঠের দুই প্রান্তে দড়ি বেঁধে দুই সন্ন্যাসী ঘোরার ঠিক মিনিট দুয়েকের মধ্যেই ভেঙে পড়ে কাঠ। ইতিমধ্য়েই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঘাটাল থানার পুলিশ।

error: Content is protected !!
13:10