টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

জল্পনা চলছিল রবিবার থেকে, সোমবার আশঙ্কা সত্যি হল। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। সোমবার দুপুর ১২টা বাজতে ২০ মিনিট আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে সাদা জার্সিকে গুডবাই জানালেন ভারতীয় ক্রিকেটের সেরা তারকা। বিদায়বার্তার প্রতিটি ছত্রে ঝরে পড়ল আবেগ, টেস্ট ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা। ইনস্টাগ্রামে বিরাট লেখেন, “টেস্ট ক্রিকেটের ব্যাগি নীল টুপি আমি ১৪ বছর আগে পরেছিলাম। সত্যি বলতে এই ফর্ম্যাটে এই জার্নিটা আমি কল্পনাও করতে পারিনি। এই ফর্ম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়ে তুলেছে এবং এমন শিক্ষা দিয়েছে যা আমি জীবনভর বহন করব। সাদা জার্সিতে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত বিষয় রয়েছে। সেই নিঃশব্দে চূর্ণ হওয়া, সেই দীর্ঘ দিনগুলো, ছোট ছোট মুহূর্তগুলো যা কেউ দেখতে পায় না কিন্তু সঙ্গে থেকে যায় চিরকাল।” বিরাট আরও বলেন, “আমার এই ফর্ম্যাট থেকে সরে যাওয়া সহজ ছিল না কিন্তু এটাই ঠিক সিদ্ধান্ত বলে মনে হল। আমি একে সবকিছু দিয়েছি, আর অনেক বেশি ফিরে পেয়েছি যা আশাও করিনি। এই খেলা, যাদের সঙ্গে মাঠ শেয়ার করেছি, সবার জন্য কৃতজ্ঞ হৃদয় নিয়ে এই ফর্ম্যাট থেকে সরে যাচ্ছি।” কিছুদিন আগেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, একই পথে হাঁটতে চলেছেন বিরাটও।

error: Content is protected !!