ওয়াঘা সীমান্তে দেশে ফেরার হিড়িক পাক নাগরিকদের

কারও ভিসার মেয়াদ ছিল ৯০ দিন তো কারও ৪৫ দিন। পরিবারকে সঙ্গে নিয়ে কেউ কেউ এসেছিলেন দিল্লি বা পাঞ্জাবে, আত্মীয়ের বাড়িতে। পহেলগাঁও হামলার জেরে ৪৮ ঘণ্টার মধ্যেই ভারত ছাড়ার নির্দেশ জারি হয়েছে বুধবারই। তড়িঘড়ি সকলেই দৌড়েছেন আটারি-ওয়াঘা সীমান্তে। বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা গেল, নিশ্ছিদ্র নিরাপত্তা। একে একে পাক নাগরিকদের নথি পরীক্ষা করে তাঁদের পাকিস্তানে ফিরে যাওয়ার রাস্তা খুলে দিচ্ছেন সেনা জওয়ানরা। পাঞ্জাব বা গুজরাতের অনেক বাসিন্দার আত্মীয়রা রয়েছেন পাকিস্তানে। কারও দিদির শরীর খারাপ। বৈধভাবে সীমান্ত পেরিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। কিন্তু পাকিস্তান সফরে কার্যত নিষেধাজ্ঞা জারি হওয়ায় তাঁরা আটারি থেকে নিজের রাজ্যে ফিরে যাচ্ছেন।  বিদেশ মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, অবিলম্বে পাক নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে। তাঁরা যাতে দেশে ফিরে যাওয়ার সময় পান, সে জন্য ২৭ এপ্রিল পর্যন্ত মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে। যাঁরা মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন, তাঁদের ভিসার বৈধ থাকবে ২৯ এপ্রিল পর্যম্ত। একইসঙ্গে পাকিস্তানে যে সব ভারতীয়রা রয়েছেন, তাঁদের সকলকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানে সফরের ব্যাপারে ভারতীয় নাগরিকদের বিরত থাকারও পরামর্শ দিয়েছে সরকার।

error: Content is protected !!